নওয়াব আলী শালিখা : মাগুরার শালিখা উপজেলার চিত্রা নদীর উপর শরুশুনা সেতু যশোরের বাঘারপাড়া, নড়াইল সদর ও দক্ষিন মাগুরার যোগাযোগ ও অর্থনৈতিতে গতি বাড়িয়ে দিয়েছে। তিন উপজেলাকে বেধেছে এক সুতোই। সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রশস্ত ও টেকসই এ সেতু দিয়ে দুই সারিতে ভারি যানবাহন চলাচল করতে পারে। যে কারনে যানজটের কোন সম্ভবনা নেই। এ সেতুর পাশাপাশি বুনাগাতী, সোনাকুড়, পুলুম ও বামনখালী, শালিখাতেও সেতু আছে। তবে এ সব সেতু সরু হওয়ায় ভারি যানবাহন চলতে পারে না। ভারী যানবহন চলাচলের পথ উন্মুক্ত করেছে চিত্রা নদীর শরুশনা সেতু। মাগুরার সাথে নড়াইল ও খুলনার দূরত্ব অনেকটা কামিয়ে দিয়েছে। এ সেতুর সাথে মাগুরার কুচিয়ামোড়া ব্রিজ ও মহম্মাদপুর নালীয়া ব্রিজ যুক্ত হয়ে ঢাকার দূরত্ব কমছে।
মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডু বলেন শরুশুনা গ্রামের মাঝদিয়ে প্রবাহিত চিত্রা নদীর উপর একটি ব্রিজ এলাকাবাসী দির্ঘদিনের দাবি। সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার সে দাবি পুরন করেছেন।
শালিখা উপজেলা প্রকৌশলী শোয়েব আহমেদ বলেন শালিখার চিত্রা ও ফোটকি নদীর উপর প্রয়োজনীয় সংখ্যক সেতু নির্মাণ করা হয়েছে। সেতু সংলগ্ন সড়ক করা হয়েছে। শালিখাবাসী যোগাযোগ ও অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে।