শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় বিএনপি ও যুবদলের ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর ওয়ার্ডে নৌকা প্রতীকের এক পথসভায় উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন তারা। যোগদানকৃতদের মধ্যে উত্তর রাজপুর ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হাওলাদার, কবির শিকদার, রফিক হাওলাদার এবং ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইসাহাক হাওলাদার ও নজরুল শিকদার রয়েছেন। অন্যরা দলের বিভিন্ন পদধারী নেতা ও সক্রিয় কর্মী।
৪৬নম্বর উত্তর রাজাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. ছত্তার বয়াতীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়রাম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সমন্বয়ক রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম—সাধরাণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম কালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুস্তম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান উদ্দিন শুভ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ মীর প্রমুখ।