শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: শরণখোলায় শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে সুধিজনের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত, থানার অফিসার ইন চার্জ মো. ইকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা মফিজুল হক, কৃষি ইনস্টিটিউটের সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান খান প্রমুখ।
এছাড়া জেলা প্রশাসক এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে প্রণোদনা হিসেবে বিভিন্ন প্রকারের সার বীজ বিতরণ করেন। উপজেলা পরিষদের এক শতাংশ অর্থ দিয়ে একশত কৃষককে ভুট্টা চাষের প্রর্দশনী খামারীদের মধ্যে ওই প্রণোদনা দেওয়া হয়।