শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী আয়েশা বেগম (৮০) তার নাতীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন।তিনি গতকাল সোমবার এ বিষয়ে সাংবাদিকদের কাছে লিখিতভাবে জানিয়ে প্রতিকারের জন্যে সংবাদ প্রকাশের অনুরোধ করেন। তার মেয়ের ঘরের দুই নাতী ও এক নাতীর ছেলে বাড়িতে ঢুকে বসতঘর কুপিয়ে ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন। টিনশেড সেমিপাকা ঘরটিতেও তালা লাগিয়ে দিয়েছে ওই নাতীরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরের দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দীপচর গুচ্ছগ্রাম গ্রামে। ওই নারী বীর মুক্তিযোদ্ধার শহীদ স্বামী ও তার পাওয়া সরকারি ভাতার (সম্মানী) টাকা আত্মসাত করা ও বাড়িঘর দখলে নেওয়ার জন্যেই হামলাকারীরা এই হামলা চালিয়েছে বলে জানান আয়েশা বেগম।
তার লিখিত বক্তব্য অনুযায়ী, তিনি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদারের স্ত্রী। তিনি নিজেও একজন নারী বীর মুক্তিযোদ্ধা। এ দিকে আয়েশা বেগমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে গিয়ে এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
অভিযোগে জানা যায়, দুই নাতী দীপচর গ্রামের মৃত ছত্তার মলি¬কের ছেলে আনোয়ার মলি¬ক (৪০), রিপন মলি¬ক (৩৫) এবং আনোয়ার মলি¬কের ছেলে নাইম মলি¬ক (২৪) তার বাড়িতে ঢুকে আধাঘন্টা ধরে তাÐব চালায়। এ নিয়ে বাড়াবাড়ি করলে বেপরোয়া নাতীরা তাকে হত্যার হুমকি দেয়। একারণে ঘটনাটি এতদিন গোপন রেখেছিলেন বলে জানান আয়েশা বগেম। তবে, ঘটনাটি ওইদিন শরণখোলা থানায় মৌখিকভাবে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। নাতীরা তাকে এখনো নানাভাবে হুমকি দিচ্ছে। এব্যাপারে থানায় মামলা করবেন বলে জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধা আয়েশা বগেম জানান, তার স্বামী আব্দুল মান্নান হাওলাদার যুদ্ধে শহীদ হয়েছেন। কোনো জায়গা জমি না থাকায় রাষ্ট্রপতি এরশাদের আমলে সাড়ে তিন কাঠা জমি দেয় গুচ্ছগ্রামে। কালের কণ্ঠ যে টাকা) দিয়েছে তা দিয়ে কাঠের ঘর বানিয়ে বসবাস করছেন। এছাড়া পরে একখান ত্রাণের ঘরও (টিনশেড সেমিপাকা) পেয়েছেন। তিনি জানান, তার নাতীরা নেশা করে। আরও টাকা চায়। টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুর করছে। তারা শারীরিকভাবেও আয়েশাকে লাঞ্ছিত করেছে বলে জানান।
প্রতিবেশী আব্দুল জলিল হাওলাদার বলেন, আনোয়ার মলি¬ক, রিপন মলি¬ক ও নাইম মলি¬ক আয়েশা বেগমের বাড়িতে হামলা চালিয়েছে। তারা বেড়া, জানালা ভাঙচুর করছে। আমি বাধা দিলেও তারা ফেরেনাই।
এব্যাপারে অভিযুক্ত রিপন মলি¬কের কাছে জানতে চাইলে বলেন, তার নানি যে জমিতে থাকে সেই জমি তাদের দুই ভাইয়ের নামে। রাষ্ট্রপতি এরশাদ সরকারের আমলে তাদের নামে বরাদ্দ দিয়েছে। সেইখানে গোলপাতার ঘরে নানিকে নিয়ে থাকতেন।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার বলেন, মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আয়েশা বগেম দৈনিক কালের কণ্ঠ পত্রিকা থেকে বিশেষ সম্মাননাপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। শরণখোলার নারী মুক্তিযোদ্ধা হিসেবে ২০১১ সালে কালের কণ্ঠ তাকে বিশেষ সম্মাননা প্রদান করে। পত্রিকা থেকে তাকে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও স্বর্ণপদক দেওয়া হয়। একই বছর বেসরকারি টেলিফোন কম্পানি ‘রবি’ থেকে বিজয়িনী এবং ২০২১ সালে আমিন জুয়েলার্স তাকে অপরাজিতা পুরস্কারে ভুষিত করে।