নিজস্ব প্রতিবেদক : ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের প্রধান হোতা ইরানের তেহরানের নাদেব মাহাবুবীর ছেলে খালেদ মাহবুবীকে দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই সাথে আটক অপর তিনজনের রিমান্ড নামঞ্জুর করা হয়েছে। গতকাল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে নেয়া খালেদ মাহবুবী ইরানের তেহরানের গহরদস্ত গ্রামের নাদেব মাহবুবীর ছেলে।
রিমান্ড মঞ্জু না হওয়া তিনজন হলো, ইরানের তেহরানের লতিফ মাসুফির ছেলে ফারিবোরয মাসুফি, বাংলাদেশের গোপালগঞ্জ সদর উপজেলার ঘ্যানাসুর গ্রামের মৃত সরোয়ার শেখে ছেলে খোরশেদ আলম ও বরিশালের গৌরনদী উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু।
উল্লেখ্য গত ৮ এপ্রিল অভয়নগর উপজেলার বর্নি-হরিষপুর গ্রামের বাজারে জালাল মোল্যার মার্কেটে শরিফুল ইসলামের মরিয়ম স্টোর নামক দোকানে নারিকেল তেল কেনার কথা বলে ৬ লাখ টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়। ওই ঘটনায় শরিফুল ইসলাম অভয়নগর থানায় মামলা করেন। পুলিশ প্রতারক চক্রের ৫জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকাসহ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে।
এরপর পুলিশ ওই ৫ আসামিকে সাতদিন করে রিমান্ডের আবেদন করে আদালতে। গতকাল শুনানি শেষে একজনের রিমান্ড মঞ্জুর অপরজনদের নামঞ্জুর করা হয়েছে।