নিজস্ব প্রতিবেদক : সোমবার সকালে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শব্দ সচেতনতা বিষয়ে চালকদের প্রশিক্ষণ কর্মশালা হয়। যশোর পরিবেশ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
তিনি বলেন, হর্ণ মানুষের অনেক ক্ষতি করছে। এ ক্ষতি শুধু পথচারীদের হচ্ছে না চালকেরও হচ্ছে। অতি মাত্রায় হর্ণ বাজানোর কারনে চালক অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা নিতে পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। তাই নিজে ও অপরকে সুস্থ রাখতে শব্দ দুষণ থেকে বিরত থাকতে হবে।
বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইকবাল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান, বিআরটিএ এর মটরযান পরিদর্শক নাসিরুল আরিফিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার অনুপম দাস।
সভাপতিত্ব করেন জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু।
কর্মশালায় ৬০ জন চা্যলক অংশ গ্রহণ করেন।