২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শপথ নিলেন শাহবাজ শরীফ

সমাজের কথা ডেস্ক : পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাকিস্তান মুসলিম লিগ—নওয়াজের নেতা শাহবাজ শরীফ। আজ সোমবার রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল রবিবার জাতীয় পরিষদে ২০১ জন আইনপ্রণেতা শাহবাজকে নেতৃত্বদানের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিজয় ভাষণে তিনি অঙ্গীকার করেছেন, পাকিস্তানকে তিনি যথাদ্রুত সঠিক পথে ফিরিয়ে আনবেন। তবে তার ভাষণের সময় বিরোধী আইনপ্রণেতারা ‘চোর চোর’ বলে প্রতিবাদ জানান।

প্রধানমন্ত্রী হিসেবে জয়ের পর তিনি সংসদে তার বড় ভাই নওয়াজ শরিফকে আলিঙ্গন করেছেন। স্বেচ্ছা নির্বাসনের পর লন্ডন থেকে দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়া এবং ভোট জেতার পর ধারণা করা হচ্ছিল, নওয়াজই আবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবেন। কিন্তু ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি ছোট ভাই শাহবাজকেই তার দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচনের ৬০ ঘণ্টা পর প্রকাশিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২টি আসন, পাকিস্তান মুসলিম লীগ—নওয়াজ (পিএমএল—এন) ৭৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ১৭টি আসন। পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৪ আসন। কিন্তু কোনো দলই এই সংখ্যায় না পৌঁছানোয় জোট সরকার গঠনের পদক্ষেপ নেন দেশটির রাজনীতিবিদরা।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram