নিজস্ব প্রতিবেদক : যশোরের লেবুতলায় পাটক্ষেত থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া আনোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন ঢাকার দোহার উপজেলার মধুরখোলা গ্রামের মৃত জবেদ আলী ফকিরের ছেলে।
তিনি প্রায় ৩০ বছর ধরে যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে শ্বশুর আলী বক্স মোল্লার বাড়িতে বসবাস করতেন। গতকাল সোমবার দুপুরে লেবুতলা পুকুরকান্দা মাঠের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী।
যশোর সদর উপজেলার ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাগর হোসেন নামে একই গ্রামের এক যুবক মাঠে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পান এবং পাশে পাটক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ অর্ধগলিত মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, ৪/৫দিন বা তার আগে বৃদ্ধটি মারা গেছেন। ঘটনাস্থলে আনোয়ার হোসেনের ছেলে শামীম মরদেহ শনাক্ত করেন।
এসআই রবিউল ইসলাম আরও জানান, বৃদ্ধ আনোয়ার হোসেন গত ৭ মে বাড়িতে ঝগড়া বিবাদ করে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সন্ধান করলেও পুলিশকে অবহিত করেনি। আবার বৃদ্ধ অ্যাজমার রোগী এবং ঘটনাস্থলের পাশেই তাদের ধানী জমি রয়েছে। ফলে এটি হত্যা না অপমৃত্যু তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই শরীফ আল মামুন জানিয়েছেন, এদিনই জিডি মূলে আনোয়ার হোসেনের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেছেন, মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। ফলে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।