সমাজের কথা ডেস্ক : লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তারা দাবি করে, ইসরায়েলি হামলার জবাবে তাদের ভূখণ্ডে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে দুই সহস্রাধিক মানুষ।
অন্যদিকে ইসরায়েল লেবানন সীমান্তে একাধিক হামলা চালায় ইরান সমথির্ত হিজবুল্লাহ। বুধবার সকাল পর্যন্ত সেখানে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে।
ইসরায়েলের সেনাবাহিনীও ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানায়, সীমান্তবর্তী অঞ্চলে এক ইসরায়েলি সামরিক স্থাপনায় ওই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায়, আরব আল আরামশে গ্রামে অ্যান্টি ট্যাংক মিসাইলটি আঘাত আনে।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায়,‘তাদের দুটি এলাকায় হামলার ঘটনা ঘটেছে। ধারিয়া এলাকায় বোমা হামলা চলছে এবং ইয়ারিনের গুলি চালাচ্ছে শত্রুপক্ষ।’