সমাজের কথা ডেস্ক : লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, লেবাননে হেজবুল্লাহ অস্ত্রধারীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। আজ ১৭ অক্টোবর এ খবর দিয়েছে বিবিসি।
গত কয়েকদিন ধরে হেজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সীমান্তে গুলি বিনিময় হচ্ছে। তবে শেষমেশ ইসরায়েলি বাহিনীর এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
তবে লেবানন থেকে হেজবুল্লাহ গোষ্ঠীর চার যোদ্ধা ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা চালালে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
হামাসের মতো হেজবুল্লাহকেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
লেবাননে হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটির পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে, ইরান ও হেজুবল্লাহকে এই উত্তেজনায় না জড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন।