লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় বাদী মোছা. নারগিস বেগম(৪০) কে দুদফায় মারপিট ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা গ্রামে গত ২৪ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পার পাচুড়িয়া গ্রামের সাহাবুদ্দিন মোল্যার স্ত্রী মোছা. নারগিস বেগম অভিযোগে জানান, ‘কোলা গ্রামের আঃ শুকুর শেখ ও তার সহযোগীরা এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ড চালায়। তারা আমার আমার ভাই, চাচা ও আত্মীয় স্বজনদের মারপিট করে। ওই ঘটনায় আমি লোহাগড়া থানায় মামলা দায়ের করি। শুকুর শেখ ওই মামলা প্রত্যাহার করতে বলে। আমি রাজি না হওয়ায় গত ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে আমার বাড়িতে চড়াও হয়। আমাকে মারপিট করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসীর উদ্দিন এ বিষয়ে জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।