কৃষি এবং কৃষক এদেশের প্রাণ, বাঁচলে কৃষক বাঁচবে দেশ এই প্রতিপাদ্যে বুধবার শরিয়তপুরের জাজিরা উপজেলার অন্তর্ভুক্ত সেনেরচর গ্রামে লাল তীর সীড লিমিটেডের টাইগার মরিচের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার সাবেক ইউপি মেম্বার হাকিম মাতবর।
প্রধান অতিথি ছিলেন কোম্পানির ফরিদপুর বিভাগীয় ব্যাবস্থাপক (সেলস) শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদারিপুর আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, শরিয়তপুর টেরিটরি ব্যবস্থাপক টারিফুল ইসলাম। পিডিএস অফিসার মোহাম্মদ নুরনবী। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি শফিকুর রহমান বলেন, লাল তীর সবসময় কৃষি এবং কৃষকের কল্যাণে কাজ করে। দেশের কৃষি অঙ্গনে বীজের সবচেয়ে বড় ভুমিকা পালন করে যাচ্ছে লাল তীর।
এ সময় কৃষক মিন্টু মিয়া বলেন, তার চল্লিশ শতক জমিতে টাইগার মরচি চাষ করে প্রথম বার ১০ মণ মরিচ সংগ্রহ করেছেন, যা ৭০ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে।
এআবাদে তিনি মোট ৩০ হাজার টাকা খরচ করেছেন। তার জমি থেকে দেড় লক্ষ টাকার উপর বিক্রি করবে বলে আশাবাদী। পরবতীর্তে তিনি আরও বেশি জমিতে টাইগার মরিচ আবাদের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, টাইগার মরিচ আবাদে তার ভাগ্য বদলানোর সম্ভাবনা রয়েছে।
তার দেখাদেখি এলাকার অনন্য কৃষকরা টাইগার মরিচের চাষে আগ্রহ দেখাচ্ছেন। সর্বশেষ লাল তীর এর পক্ষ থেকে কৃষক মিন্টুসহ কয়েক জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। —সংবাদ বিজ্ঞপ্তি