সমাজের কথা ডেস্ক : বান্দরবানের লামায় রাবারবাগানে কর্মরত ২০ জন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম মুরুংঝিরি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় অপহৃতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রচুর রাবারবাগান রয়েছে। আর দুর্গম ওই এলাকাটির পাশে অবস্থান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বাংলানিউজকে বলেন, রাবারবাগানের ২০ জন শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। অপহরণের খবর পেয়ে দুর্গম মুরুংঝিরি এলাকায় অপহৃত শ্রমিকদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর টিম অভিযান চালাচ্ছে। তবে কে বা কারা অপহরণ করেছে তা এখনও জানা যায়নি।
এর আগে গত ২ ফেব্রুয়ারি লামার সরই ইউনিয়নের কমলাবাগান পাড়া থেকে সাত শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে একদিন পর অপহৃত শ্রমিকদের উদ্ধার করতে সক্ষম হয়।