নিজস্ব প্রতিবেদক, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার কৃতি সন্তান লন্ডন প্রবাসী হাসান মাহমুদ রাজ লন্ডন বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্সে ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছে। সাফক বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স পরীক্ষায় এ গৌরব অর্জন করেন।
গত ১৪ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ মি. হেলিন ই ল্যাং লোনের নিকট হতে সনদ গ্রহণ করেন হাসান মাহমুদ রাজ।
চৌগাছার থানাপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাহমুদ ও প্রতিভা এডাস স্কুলের ইনচার্জ রোজী মাহমুদের একমাত্র ছেলে হাসান মাহমুদ রাজ শিক্ষার্থী ভিসায় ২০০৯ সালে লন্ডনে যান।
চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, ২০০৩ সালে এই বিদ্যালয় হতে রাজ এসএসসি পাশ করে। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে স্কুলের সকল শিক্ষকই তাকে ভালোবাসতো।
চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল বলেন, ২০০৫ সালে বিজ্ঞান বিভাগ হতে হাসান মাহমুদ রাজ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। লন্ডন বিশ্ববিদ্যালয় হতে এমন সাফল্য অর্জন করায় আমরা গর্বিত, তার আরও সাফল্য কামনা করছি।