সমাজের কথা ডেস্ক : দীর্ঘ ১০ বছর পর লন্ডনে কনসার্ট করতে যাচ্ছেন ‘নগর বাউল’ খ্যাত ব্যান্ড তারকা জেমস। আগামী ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিগেনসিতে ও ১০ ডিসেম্বর বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।
তিনি জানান, এক দশক পর লন্ডনে কনসার্ট করতে যাচ্ছেন জেমস। বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তারা। সব ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি। আর ১৫ তারিখ দেশের একটি কনসার্টে গাইবেন জেমস।
তিনি আরও বলেন, ‘আগামী ৭ ও ১০ ডিসেম্বর লন্ডন এবং বার্মিংহামে কনসার্টে অংশ নেবেন জেমস। সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে একধরনের উন্মাদনা শুরু হয়েছে। আশা করি, জমজমাট একটি আয়োজন হবে।’
কনসার্টে অংশ নেওয়ার জন্য রবিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন জেমস ও তার দল।
এর আগে, গত মে মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জেমস। কথা ছিল ১০ রাজ্যে ১০টি শো করবেন তিনি। থাকবেন এক মাস। কিন্তু সেখানে পৌঁছার পর ভক্ত—শ্রোতাদের ও আয়োজকদের আগ্রহের কারণে সফর শিডিউল বদলাতে হয়েছে তার। এক মাসের বদলে থাকতে হয়েছিল দুই মাস সাত দিন, অংশ নিয়েছিলেন ২৫টি শোতে।