সমাজের কথা ডেস্ক : চিকিৎসার জন্য সম্প্রতি সিঙ্গাপুর গিয়েছিলেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। গতকাল মঙ্গলবার অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই আন্দোলনের যাওয়ার কথাও জানালেন ডিপজল। তার লড়াই হবে বিদেশি সিনেমার বিরুদ্ধে।
বলা দরকার, শুরু থেকেই বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছেন এই খল অভিনেতা। এ নিয়ে অনেক কথাও বলেছেন দেশের গণমাধ্যমগুলোতে। তার কথায়, ‘আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কিভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে আমাদের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে কিছু থাকবে না।’
এদিকে, সম্প্রতি ভারতের সঙ্গে একইদিন বাংলাদেশেও মুক্তি পেয়েছে বলিউডের বেশ ক’টি সিনেমা। এবার ২১ ডিসেম্বর আসছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘ডানকি’। এটিও ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে বলে জানা গেছে।
ডিপজল বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি।’