ক্রীড়া ডেস্ক : পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিং টেবিলেও সুখবর পেয়েছে বাংলাদেশ। আগের নবম স্থানে থাকলেও রেটিং পয়েন্ট বেড়েছে ১৩। তাতে পয়েন্ট এখন ৬৬। বিপরীতে ঘরের মাঠে ধবলধোলাই হয়ে লজ্জার ইতিহাস গড়েছে পাকিস্তান। টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতিতে ৮ নম্বরে নেমে গেছে তারা।
সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ছিল ৬ নম্বরে। কিন্তু ব্যাক টু ব্যাক হারে ওয়েস্ট ইন্ডিজের পরে স্থান হয়েছে তাদের। রেটিং ৭৬। ১৯৬৫ সালে টেস্ট র্যাঙ্কিং টেবিল প্রচলনের পর এটাই পাকিস্তানের সর্বনিম্ন রেটি! তাদের পতনে শ্রীলঙ্কা উঠে গেছে ৬ নম্বরে আর ক্যারিবিয়ানরা ৭ নম্বরে।
রেটিং টেবিলে উন্নতির পাশাপাশি বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও পুরস্কার পেয়েছে। ৬ টেস্টে ৩ জয়ে চার নম্বরে উঠে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তান অবশ্য ২০২১ সাল থেকেই টেস্টে বাজে পারফর্ম করছে। ১০ ম্যাচের মধ্যে ঘরের মাঠে হেরেছে ৬টি। বাকি চারটা হয়েছে ড্র। ঘরের মাঠে সর্বশেষ জয়টি ২০২১ সালের ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করেছে। আর সর্বশেষ বাংলাদেশের কাছে লাল বলের ক্রিকেটে হেরেছে প্রথমবার।