ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো চ্যাম্পিয়নশিপে ছিলেন নিজের ছায়া হয়ে। হতাশার টুর্নামেন্ট শেষে প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে গোলখরা কাটালেন সিআরসেভেন। প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০তম ক্যারিয়ার গোল করলেন তিনি।
বৃহস্পতিবার রোনালদোর ইতিহাস গড়া গোলের পর উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। ইউরোর আগে জুনে দুই দলের দেখায় একই স্কোরে ঠিক বিপরীত ফল দেখেছিল পর্তুগিজরা।
ডিওগো ডালোট সপ্তম মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন। ব্রুনো ফের্নান্দেসের পাস তাকে পথ তৈরি করে দেন। বোর্না সোসাকে পেছনে ফেলে পর্তুগিজ ডিফেন্ডার সামনে এগিয়ে কিপারের পায়ের ফাঁক দিয়ে জালে বল ঠেলে দেন।
ইউরোতে পাঁচ ম্যাচে পর্তুগালের হয়ে গোল করতে ব্যর্থ হওয়া রোনালদো অবশেষে জালের দেখা পান। ৩৪ মিনিটে নুনো মেন্দেসের ক্রসের গতি বুঝে ক্রোট ডিফেন্ডারের নজর এড়িয়ে ডান পায়ে ট্যাপ করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
ক্রোয়েশিয়া বিরতির চার মিনিট আগে একটি গোল শোধ দেয়। সোসার প্রচেষ্টা ডালোটের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। দ্বিতীয়ার্ধ দুই দলের কেউ আর গোল করতে পারেনি। তাতে জয় দিয়ে নেশনস লিগ শুরু হয়েছে পর্তুগালের।
বৃহস্পতিবার ‘এ’ গ্রুপ-১ এর অন্য খেলায় পোল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। রবিবার পর্তুগাল পরের ম্যাচে স্বাগত জানাবে স্কটল্যান্ডকে। ক্রোয়েশিয়া খেলবে পোল্যান্ডের বিপক্ষে।