আবুল ইয়ামান রহ: ... আবু হুরায়রা রা: বলেন, আমি রাসূলুল্লাহ সা:-কে বলতে শুনেছি- ‘তোমাদের কাউকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে সক্ষম হবে না। লোকজন প্রশ্ন করল- ইয়া রাসূলুল্লাহ! আপনাকেও নয়? তিনি বললেন, আমাকেও নয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও মেহেরবানির দ্বারা ঢেকে না দেন। কাজেই মধ্যপন্থা অবলম্বন করো এবং নৈকট্য লাভের চেষ্টা করে যাও।
<<আরও পড়তে পারেন>> দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ
আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে। কেননা, সে ভালো লোক হলে (বেশি বয়স পাওয়ার দরুন) তার নেক আমল বৃদ্ধি পাওয়ার সুযোগ পাবে। পক্ষান্তরে মন্দ লোক হলে সে লজ্জিত হয়ে তাওবাহ করার সুযোগ লাভ করতে পারবে।’
(বুখারি, ইসলামিক ফাউন্ডেশন-৫২৭১, আন্তর্জাতিক নম্বর-৫৬৭৩)