আরও গতি ফিরেছে প্রবাসী আয়ে। টানা ছয় মাস পর ফের ২০০ কোটি ডলারের ঘর অতিক্রম করেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২১০ কোটি ডলারেরও বেশি, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে সোয়া ৭ শতাংশ এবং আগের মাসের চেয়ে সাড়ে ৫ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই—জানুয়ারি) রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ। অথচ ছয় মাস পর্যন্ত এই প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশেরও কম। এসব তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায়।
জনশক্তি রপ্তানি বৃৃদ্ধিসহ নানা পদক্ষেপের ফলে বৈধ চ্যানেলে প্রবাসী আয় আবার বাড়ছে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান।