রূপদিয়া (যশোর) প্রতিনিধি : যশোর—খুলনা মহাসড়কের রামনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ সাহা (২৬) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই মিলন সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়িক কাজে রাজারহাট থেকে রূপদিয়ায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহাগ সাহা। পথচারীরা তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরে যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত ডাক্তারের পরামর্শে সোহাগ সাহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
সোহাগ সাহা নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ—সভাপতি ও রূপদিয়া বাজারের ব্যবসায়ী।
তিনি যশোর সদর উপজেলার ঘোড়াগাছা সাহা পাড়ার মৃত দুলাল সাহার ছেলে। সোহাগ সাহার মৃত্যুর সংবাদ শুনে স্বজন, বন্ধু—বান্ধব ও রূপদিয়া বাজারের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার দুপুরে রূপদিয়া মহাশ্মশানে সোহাগ সাহার মরদেহ সমাধিস্থ করা হয়।