১৯শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
রুটের রেকর্ড সেঞ্চুরিতে চালকের আসনে ইংল্যান্ড
রুটের রেকর্ড সেঞ্চুরিতে চালকের আসনে ইংল্যান্ড

সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুককে টপকে ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন অভিজ্ঞ ব্যাটার জো রুট। লর্ডসে শ্রীলংকার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি তুলে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ শতকের রেকর্ড গড়েন রুট। এতে ভেঙে যায় কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড।

রুটের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শ্রীলংকাকে ৪৮৩ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। জবাবে দিন শেষে ২ উইকেটে ৫৩ রান করেছে লংকানরা। এ টেস্ট জিততে বাকী দু’দিনে ৮ উইকেট হাতে নিয়ে আরও ৪৩০ রান করতে হবে শ্রীলংকাকে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪২৭ রানের জবাবে ১৯৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৩১ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৫১ রান তুলে শ্রীলংকাকে বড় টার্গেট ছুঁড়ে দেয় ইংল্যান্ড।

এ টেস্টের প্রথম ইনিংসে ১৪৩ রান করে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ সেঞ্চুরিতে কুককে স্পর্শ করেছিলেন রুট। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০টি চারে ১২১ বলে ১০৩ রান করে কুককে টপকে যান তিনি।
এক সেঞ্চুরিতে কুককে টপকে যাবার পাশাপাশি আরও অনেক কীর্তিও গড়েছেন রুট। চতুর্থ ব্যাটার হিসেবে লর্ডসের ভেন্যুতে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব গড়েন তিনি। রেকর্ড সেঞ্চুরি গড়তে ১১১ বল খেলেন রুট। টেস্ট ক্যারিয়ারের ৩৪ সেঞ্চুরির মধ্যে এটিই দ্রুততম শতক তার। লর্ডসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সাত সেঞ্চুরির মালিকও হয়েছেন রুট। সেই সাথে এই ভেন্যুতে সর্বোচ্চ ২০২২ রান এখন তার। পেছনে পড়ে গেল গ্রাহাম গুচের ২০১৫ রান। ঘরের মাঠে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানে কুককে পেছনে ফেলেছেন রুট। কুকের ৬৫৬৮ রান টপকে রুট এখন পর্যন্ত করেছেন ৬৭৩৩।

তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করেছেন রুট। ৩৪৮ ম্যাচে ৫০ সেঞ্চুরি আছে তার। টেস্টে ৩৪টি ও ওয়ানডেতে ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট।
২০২১ সালের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি ১৭টি সেঞ্চুরি করেছেন রুট।

 

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram