ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা রি—ইউনিয়ন স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইয়ান জুট মিলের পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন ভুঁইয়া রাজীব।
জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের সভাপতি হাজী ইমামুল হক ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় কুমার চক্রবতীর্। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, পরিচালনা কমিটির সদস্য খান শাহীন আহমেদ, পান্না বেগম, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
শুক্রবার বিকাল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এর আগে ক্রীড়া পতাকা উত্তোলন করেন পরিচালনা কমিটির সদস্য মোল্যা হেদায়েত হোসেন লিটু এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবতীর্।