নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের দুই দিন পর রিকশা চালক বাদশা মোল্লা (৬৭) লাশ উদ্ধার করেছে যশোর কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর—মাগুরা মহাসড়কের সার গোডাউনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাদশা মোল্লা শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার মৃত মজিত মোল্লার ছেলে।
নিহতের ছেলে রাসেল ও রমজান জানান, বাবা রিকশা চালাতেন। রোববারও প্রতিদিনের মতো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপরে আর বাড়ি ফিরে আসেননি। আমরা থানায় অভিযোগ করি। পুলিশ সোমবার গাজীর দরগাহ এলাকা থেকে বাবার রিকশাটি উদ্ধার করে। বাবাকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার জানতে পারি বাবার লাশ পড়ে আছে যশোর—মাগুরা মহাসড়কের পাশে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রিকশা চালক বাদশা মোল্লার লাশ উদ্ধার করেছে। লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ খতিয়ে দেখছে। হত্যাকারীদের আটকের জন্য একাধিক পুলিশের টিম অভিযানে রয়েছে।