আবু রাফি রা: হতে বর্ণিত, রাসূলুল্লাহ সা: বলেছেন : আমি যেন তোমাদের মধ্যে কাউকে এমন অবস্থায় না পাই যে, সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং তার কাছে যখন আমার আদিষ্ট কোনো বিষয় অথবা আমার নিষেধ সম্বলিত কোনো হাদিস উত্থাপিত হবে তখন সে (তাচ্ছিল্যভরে) বলবে, আমি তা জানি না, আমরা আল্লাহ তায়ালার কিতাবে যা পাই, তারই অনুসরণ করব।
-(সুনান আত তিরমিজি (তাহকিককৃত) :২৬৬৩; সহিহ ইবনু মা-জাহ : ১৩)