১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
রাশেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন
রাশেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মাছের ঘের থেকে উদ্ধার হওয়া ইজিবাইক চালক রাশেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। পৃথক অভিযানে পিবিআই, র‍্যাব ও ডিবি পুলিশ হত্যাকাণ্ডে জড়িত স্বামী-স্ত্রীসহ চারজনকে আটক করেছে।

এদের মধ্যে দুই আসামিকে আটক করেছে পিবিআই ও অপর দুজনকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা ও ডিবি পুলিশ। এছাড়া নিহত রাশেদের ছিনতাই হওয়া ইজিবাইকও উদ্ধার র‍্যাব-৬ সদস্যরা।

এ হত্যা মিশনে অংশগ্রহণকারী প্রধান আসামি বাঘারপাড়া উপজেলার বারভাগ গ্রামের মৃত নিজাম উদ্দীন মোল্লার ছেলে মেহেদী হাসান মিলনকে মুড়লী মোড় থেকে ও তার স্ত্রী ঝিকরগাছার পারবাজার গ্রামের মজিবর রহমানের মেয়ে জান্নাত আক্তার আয়েশাকে ঝিকরগাছার কৃষ্ণনগর থেকে শনিবার আটক করে পিবিআই। একই দিন জড়িত আরেক আসামি অভয়নগর উপজেলার কোটা গ্রামের কলিম বিশ্বাসের ছেলে রিমন বিশ্বাস বাবুকে বসুন্দিয়া মোড় থেকে আটক করে ডিবি পুলিশ।

এছাড়া রোববার সকালে যশোর সদর উপজেলার সাড়াপোল এলাকা থেকে অপর আসামি মাগুরা জেলার শালিখা উপজেলার একিন মোলস্নার ছেলে বেল্লাল হোসেনকে রাশেদের ইজিবাইকসহ আটক করে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। চার আসামিকেই রোববার আদালতে সোপর্দ করা হলে তাদের মধ্যে দু’জন মেহেদী ও তার স্ত্রী জান্নাত আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।


পিবিআই ও র‍্যাব জানায়, আসামিরা আন্তঃজেলা চোর ও ছিনতাইচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় প্রতিনিয়ত অপরাধ করে যাচ্ছে। তারা বিভিন্ন সময় কাজের লোক ও ফেরিওয়ালা বেশে বাড়িতে ঢুকে অচেতন করে থাকে। এরপর লুট করে। অনেকসময় অচেতন করে নারীদেরকে ধর্ষণও করে থাকে। একইভাবে তারা রাশেদের ইজিবাইকটি ছিনতাই করতে এ হত্যাকা- ঘটিয়েছে।


এদিকে পিবিআই জানায়, আটক রিমন বিশ্বাস বাবু রাশেদের ইজিবাইক ভাড়া ঠিক করে দেয়। পরিকল্পনানুযায়ী আসামি মেহেদী তার স্ত্রী জান্নাত আক্তার আয়েশাকে নিয়ে রাশেদের ইজিবাইকটি রিজার্ভ ভাড়া করে। পরে আসামী মেহেদী হাসান মিলন ও আয়েশা রাশেদ উদ্দিনের ইজিবাইকে চড়ে প্রথমে রাজগঞ্জ ঝাঁপা বাওড় এলাকায় বেড়াতে যায়। ঝাঁপা বাওড়ে থাকা ভাসমান ব্রিজে তারা কিছুক্ষণ ঘোরাফেরা করে।

একপর্যায়ে ইজিবাইক নিয়ে অভয়নগর উপজেলার ধোপাদী মশরহাটিগামী ইটের রাস্তার পাশে নির্জন স্থানে যায়। এরপর মেহেদী হাসান মিলন ইজিবাইক থামিয়ে নিজের পরনে থাকা রাবারের বেল্ট খুলে ভিকটিম রাশেদের গলায় ফাঁস দিয়ে জোরে টেনে ধরে। আয়েশা ভিকটিমের দুই পা চেপে ধরে। ভিকটিম রাশেদ উদ্দিনের শরীর নিস্তেজ হলে আসামি মেহেদী হাসান মিলন ও তার স্ত্রী আয়েশা রাশেদেরে লাশ ঘেরের পানির মধ্যে ফেলে দেয়। পরে ইজিবাইক রাজারহাট এলাকায় এনে আসামি মিলনের এক বন্ধুর কাছে বিক্রি করে দেয়।


এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই যশোরের এসআই ডিএম নূর জামাল হোসেন বলেন, ঘটনার পর এসআই স্নেহাশিস দাসের নেতৃত্বে একটি টিম আসামিদের আটকে অভিযান অব্যাহত রাখে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে তারা আয়েশাকে আটক করে। এরপর আয়েশা একেক সময় একেকরকম তথ্য দিয়ে বিভ্রাšত্ম করতে থাকে। পরে তার স্বামীকেও আটক করা হয়। আটকের পর তারা হত্যার ঘটনাটি স্বীকার করেন।


এ বিষয়ে র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে বেলালকে তারা আটক করেন। এরপর লোমহর্ষক বর্ননা দেয় সে। তারা মূলত ছিনতাই চুরির সাথে জড়িত। তাদের দলে আরও চারপাঁচজন সদস্য রয়েছে। বেলাল জানিয়েছে, এর আগেও একাধিক বার তারা একই কাজ করেছে। এ কাজের সাথে জড়িত আরো কয়েকজনের নাম পেয়েছেন। দ্রুতই তাদের কেউ আইনের আওতায় আনা হবে বলে জানান নাজিউর রহমান।


উল্লেখ্য, গত ২ মার্চ সকালে ঝিকরগাছা উপজেলার গদখালীর জসিম উদ্দিনের ছেলে রাশেদ উদ্দিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে অভয়নগর উপজেলার ধোপাদী এলাকার একটি মাছের ঘের থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় রাশেদের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram