সমাজের কথা ডেস্ক : পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান দেশে এসে পৌঁছেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ অক্টোবর বেলা ১১টা ৪০ মিনিটে রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ উড়োজাহাজে ঢাকায় এসে পৌঁছেছে।
জানা গেছে, প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমদানি করা এ পারমাণবিক জ্বালানি সড়ক পথে নেয়া হবে পাবনার রূপপুরে। এরপর পর্যায়ক্রমে আরো পাঁচটি চালান দেশে আসবে।
এ সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি যে পারমাণবিক স্থাপনায় উন্নীত হয়েছে তার আনুষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ আজ বৃহস্পতিবার বাংলাদেশের কাছে জ্বালানি সনদ হস্তান্তর করবে রাশিয়া। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।