নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। গতকাল শনিবার বিকেলে ‘রামনগর এলাকাবাসী’র ব্যানারে মিছিলটি মুড়লি মোড় থেকে শুরু হয়ে রাজারহাট মোড় ঘুরে মুড়লিতে শেষ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ চেয়ারম্যান লাইফ মাদক ব্যাবসায়ী, ভূমিদস্যু ও কিশোর গ্যাং এর আশ্রয়দাতা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন, সদস্য শরীফ হোসেন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহ আলম, জাকারিয়া হোসেন, সজীব হাসান সবুজ প্রমুখ।
মিছিলকারীদের অভিযোগ, চেয়ারম্যানের লোকজন আওয়ামী লীগের কর্মিদের ধরে ধরে মারপিট করছে। মাদক ব্যাবসায়ী, ভূমিদস্যু ও কিশোর গ্যাং এর সদস্যদের প্রশ্রয় দিচ্ছেন চেয়রাম্যান। চেয়ারম্যানের নির্যাতনের শিকার হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে নূর ইসলাম খাঁ।