সমাজের কথা ডেস্ক : কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে হট ফেভারিট ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা । ফিফা র্যাঙ্কিংয়ের আর্জেন্টিনা ক্রোয়েশিয়া থেকে ৯ ধাপ এগিয়ে থাকলেও একে অপরের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে উভয় দল সমানে সমান।বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ।
দু’ দলের পরিসংখ্যান হিসাব করলে দেখা যায় কেউ পিছিয়ে নেই। এর আগে দু’ দদের পাঁচবার দেখা হয়েছে । এতে আর্জেন্টিনা জয় পেয়েছে দুই ম্যাচে, আর ক্রোয়েশিয়ার জয় রয়েছে দুটিতে। ড্র হয়েছে এক ম্যাচ ।
পাঁচবারের দেখায় বিশ্বকাপের মতো বড় মঞ্চে আর্জেন্টিনা-ক্রোয়াশিয়া মুখোমুখি হয়েছে দুইবার। এখানেও ফলাফল সমানে সমান। ১৯৯৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। পরের দেখায় ২০১৮ সালে বিশ্বকাপে ক্রোয়েশিয়া ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে । কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আবার মুখোমুখি দুই দল।
তবে বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে খেল আর্জেন্টিনা কখনও হারেনি। এর আগে তারা যতবার সেমিফাইনাল খেলেছে ততবারই ফাইনালে খেলেছে দলটি। দলের অধিনায়ক লিওনেল মেসির সামনে হাতছানি দিচ্ছে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে খেলার। এর আগে ২০১৪ সালের ফাইলে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভগ্ন হ্য মেসির।
অন্যদিকে বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে অপরাজিত ক্রোয়েশিয়া। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একমাত্র হার তাদের। যে কারণে আরেকবার মেসিদের বিপক্ষে জয়ের আশা নিয়েই মাথে নামবে দলটি। তবে দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কী হয় ।