সমাজের কথা ডেস্ক : প্রযোজকের প্রেমিকা তার সিনেমার নায়িকা হবেন— এটাই স্বাভাবিক। আর ঠিক সে কারণেই কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের রাতের ঘুম উড়ে গেছে। অঙ্কুশের ‘মির্জা’র নায়িকা ঐন্দ্রিলা। ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এর শুটিং। অ্যাকশন ঘরনার এই সিনেমাটি নির্মাণ করছেন সুমিত সাহিল।
ওই সিনেমায় মাছ বিক্রেতা মুসকান চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে। একদম সাদামাটা লুকে পর্দায় হাজির হবে তিনি। বেশ সাহসী ও ঠোঁটকাটা। ঐন্দ্রিলা বাস্তবেও স্পষ্ট বক্তা।
ঐন্দ্রিলা সেনের কথায়, ‘সত্যি বলতে অঙ্কুশের ছবি বলেই চরিত্র না শুনে রাজি হয়ে গিয়েছিলাম। যেটা অন্য ছবির ক্ষেত্রে কখনো ঘটে না। “মির্জা”র চরিত্রটা শুনেও আমার পছন্দ হয়েছে।’