একসঙ্গে বলিউডে আÍপ্রকাশ করেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে আÍপ্রকাশ আলিয়া ও বরুণের। প্রথম ছবিতেই একে অপরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তারা।
পরে ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে ফের জুটি বাঁধেন আলিয়া ও বরুণ। করণের ‘ধর্ম প্রোডাকশন্স’ প্রযোজিত ও শশাঙ্ক খৈতানের ছবিতে একে অপরের বিপরীতে দেখা গিয়েছিল তাদের। এর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’।
এর প্রায় সাত বছর পর ফিরছে ‘দুলহানিয়া’ ফ্র্যাঞ্চাইজি। চলতি বছরেই কাজ শুরু হওয়ার কথা তৃতীয় ছবির। তবে সেই ছবির কাজ শুরু হওয়ার আগেই মিলেছে দুঃসংবাদ। ভেঙেছে আলিয়া—বরুণ জুটি।
শোনা যাচ্ছে, ‘দুলহানিয়া ৩’—এর জন্য আলিয়া রাজি না হওয়ায় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নাকি পছন্দ করেছেন নির্মাতারা। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ ছবিতে ইতোমধ্যে জুটি বেঁধে কাজ করেছেন বরুণ ও জাহ্নবী।
দর্শক ও অনুরাগীদের অন্যতম পছন্দের জুটি আলিয়া ও বরুণ। সে কথা মাথায় রেখেই নাকি ‘দুলহানিয়া ৩’ ছবির অবতারণা। তবে খবর, চলতি বছরে একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত থাকায় ‘দুলহানিয়া ৩’—এর জন্য জাহ্নবীকে বেছে নেওয়া হয়েছে।
বলিউডে একসঙ্গে একই ছবিতে আÍপ্রকাশ আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের। ২০১২ সালে করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে আÍপ্রকাশ আলিয়া ও বরুণের। প্রথম ছবিতেই একে অপরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তারা।
পরে ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে ফের জুটি বাঁধেন আলিয়া ও বরুণ। করণের ‘ধর্ম প্রোডাকশন্স’ প্রযোজিত ও শশাঙ্ক খৈতানের ছবিতে একে অপরের বিপরীতে দেখা গিয়েছিল তাদের। এর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’।
এর প্রায় সাত বছর পর ফিরছে ‘দুলহানিয়া’ ফ্র্যাঞ্চাইজি়। চলতি বছরেই কাজ শুরু হওয়ার কথা তৃতীয় ছবির। তবে সেই ছবির কাজ শুরু হওয়ার আগেই মিলেছে দুঃসংবাদ। ভেঙেছে আলিয়া—বরুণ জুটি।
শোনা যাচ্ছে, ‘দুলহানিয়া ৩’—এর জন্য আলিয়া রাজি না হওয়ায় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নাকি পছন্দ করেছেন নির্মাতারা। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ ছবিতে ইতোমধ্যে জুটি বেঁধে কাজ করেছেন বরুণ ও জাহ্নবী।
দর্শক ও অনুরাগীদের অন্যতম পছন্দের জুটি আলিয়া ও বরুণ। সে কথা মাথায় রেখেই নাকি ‘দুলহানিয়া ৩’ ছবির অবতারণা। তবে খবর, চলতি বছরে একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত থাকায় ‘দুলহানিয়া ৩’—এর জন্য জাহ্নবীকে বেছে নেওয়া হয়েছে।