রাজগঞ্জ প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়ায় ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাঙ্গুলিয়া আদর্শ বালিকা বিদ্যালয়ের হলরুমে মানবিক যুব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই সেমিনার হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেদাপাড়া পুলিশ ক্যাম্পের টুআইসি রিজন আলী। এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায়ী ও সমাজসেবক মুজিবুর রহমান, সাংবাদিক উত্তম চক্রবর্তী, পুলিশ ক্যাম্পের সদস্য নূর ইসলাম প্রমুখ।