১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শ্রদ্ধা কাপুর
রাজকুমার একসময় জানতে পারে শ্রদ্ধা আসলে ভূত

বিনোদন ডেস্ক :  বলিউডের অন্য অভিনেত্রীদের তুলনায় শ্রদ্ধা কাপুরের কাজের সংখ্যা কম। গত বছর মাত্র একটি সিনেমা মুক্তি পায়। ‘তু ঝুটি ম্যায় মক্কর’ নামের ওই সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে দারুণ অভিনয় করেছিলেন তিনি। চলতি মাসে মুক্তি পায় ‘স্ত্রী টু’। ভৌতিক কমেডি ঘরানার সিনেমায় অভিনয়ে বাজিমাত করলেন এ অভিনেত্রী।

প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস সূত্রে জানা যায়, মাত্র ৫০ কোটি বাজেটের এ সিনেমাটি এরই মধ্যে ৩০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত বলিউডে যত সিনেমা মুক্তি পেয়েছে, ব্যবসার নিরিখে সে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘স্ত্রী টু’। তালিকায় হৃত্বিক রোশন ও দীপিকা অভিনীত ‘ফাইটার’ ৩৪০ কোটি রুপি আয় করে আছে প্রথম স্থানে। সিনেমা বিশ্লেষকদের আশা, ‘স্ত্রী টু’র এ ধারা অব্যাহত থাকলে শিগগির ‘ফাইটার’কেও ছাড়িয়ে যাবে।

এর আগে ২০১৮ সালে ‘স্ত্রী’র প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল ‘শি’ নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে; যার প্রেমে পড়ে ভিকি ওরফে রাজকুমার রাও। ভারতের মধ্যপ্রদেশের চান্দ্রেয়ী শহরের এক লোককাহিনি নিয়ে সিনেমাটি তৈরি। প্রতি বছর ওই শহরে চার দিনের ধর্মীয় উৎসব চলে। ওই সময় আবির্ভাব হয় ‘স্ত্রী’ নামের এক ভূতের। সে রাতের আঁধারে বিভিন্ন পুরুষকে তুলে নিয়ে যায়। এ রহস্য ভেদ করতে নামে রাজকুমারসহ তার বন্ধুরা। প্রথম পর্বে ‘স্ত্রী’র সঙ্গে তাদের সখ্য হয়। দ্বিতীয় পর্বে দেখা যায় মস্তকবিহীন আরেক ভূতের। সে একে একে শহরের আধুনিক নারীদের তুলে নিয়ে যায়। ফলে রাজকুমারের জীবনে আবারও দেখা দেন শ্রদ্ধা। সবাই মিলে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষা করার সংগ্রামে নামে। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, ভূত। পৃথিবীতে এসেছিল প্রতিশোধ নিতে। ‘স্ত্রী টু’ সিনেমার রহস্য, ভয়াবহতা ও কমেডি দারুণ পছন্দ করেছেন দর্শক। ফলে বলা যায় সময়টা এখন দারুণ উপভোগ করছেন শ্রদ্ধা।

এদিকে গত তিন বছরে বলিউডের একাধিক অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। যাদের মধ্যে আছেন– সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, ক্যাটরিনা কাইফসহ আরও অনেকেই নিজেদের পছন্দের সঙ্গীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন। সমবয়সীদের সবার বিয়ে হলেও, শ্রদ্ধা এখনও বিয়ে করছেন না। অন্যদিকে শ্রদ্ধা দীর্ঘদিন ধরে চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে প্রেম করছেন বলে বলিউডে গুঞ্জন রয়েছে। যদিও বিষয়টি তাদের দু’জনের কেউই স্বীকার করেননি। নিজের বিয়ে নিয়ে ‘আশিকি টু’ সিনেমার অভিনেত্রী শ্রদ্ধা বলেন, ‘যখন মনে হবে আমি বিয়ের কনে হওয়ার যোগ্য, তখনই বিয়ের পিঁড়িতে বসব।’

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram