ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ সিরিজের শেষটি কাল শুরু হতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এবার লক্ষ্য সিরিজ জয়। বাংলাদেশের স্বপ্ন পূরণের সঙ্গী হতে পারে বৃষ্টি। যা কাল হয়ে দাঁড়াবে পাকিস্তানের জন্য। কারণ শেষ ম্যাচ জিতে সমতায় ফেরার লক্ষ্য তাদের।
অ্যাকুওয়েদারের মতে, খেলার প্রথম দিনের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস নির্দেশ করা হয়েছে, যদিও উচ্চ আর্দ্রতার কারণে এটি ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হবে। রিয়েলফিল শেডটি প্রায় ২৮ ডিগ্রি সেন্টিগ্রেড হবে বলে আশা করা হচ্ছে, যা মেঘলা অবস্থার কথা তুলে ধরে। মেঘলা ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, বজ্রপাতের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩২ কিলোমিটার। সারাদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা ২৫.৪ মিলিমিটার, আর্দ্রতার মাত্রা থাকবে ৭৯ শতাংশ। মেঘের আচ্ছাদন বিস্তৃত হবে। সারা দিন বৃষ্টিপাতের ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।