সমাজের কথা ডেস্ক : দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের শেষকৃত্য অনুষ্ঠান। বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে রাইসির আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে জানাজার এ নামাজের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
এতে দেখা যায়, আয়াতুল্লাহ খামেনি লাঠিতে ভর করে মরদেহগুলোর কাছে এগিয়ে যান। এরপর তিনি সমবেত সকলকে নিয়ে জানাজার নামাজ পড়েন।
গত রোববার রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট। ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পরররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানসহ আরও আটজন। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ যে ৯ জন এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সবার জানাজাই আজ বুধবার পড়িয়েছেন খামেনি।