তুই—ই তো শিখিয়েছিলি ইতিহাসের পাঠ
প্রথম কৈশোর সকালে,
হাতের তালুতে ধরে সূর্য উষ্ণতা
চোখের আয়নায় দেখালি উদার আকাশ।
নিছক খেলার ছলে জলে ভেজালি সময়
আর মধ্যবর্তী মাঠের কাছে
একেঁদিলি সংসারের ছবি।
পাখির পালক রাঙা নরম ছোঁয়ায়
সমুদ্র দর্শনের মহান সাহস,
তুই—ই বুঝিয়েছিলি স্বপ্নের রঙ
গোমস্তা জীবনের রঙধনু বাসর।