১৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ÔjÛfÛÕ XvKv, †gv‡o †gv‡o mwnsmZvi ¶ZwPý †KvUv ms¯‹vi Av‡›`vjb‡K †K›`ª K‡i iY‡¶‡Î cwiYZ n‡qwQj ivRavbx XvKv| †`‡ki wewfbœ ¯’v‡b Av‡›`vjbKvix‡`i m‡½ AvBbk„•Ljv evwnbx I miKvi `jxq †bZvKg©x‡`i `dvq `dvq msN‡l© 197 R‡bi cÖvYnvwbi NUbv N‡U (m~Î cÖ_g Av‡jv)| cwiw¯’wZ wbqš¿‡Y Avb‡Z ïµevi iv‡Z (19 RyjvB) XvKvmn mviv‡`‡k KviwdD Rvwii cvkvcvwk †mbv †gvZv‡qb K‡i miKvi| †KvUv ms¯‹v‡ii `vwe‡Z wk¶v_©x‡`i Av‡›`vjb ïi“ nq 1 RyjvB| 15 RyjvB XvKv wek¦we`¨vj‡q QvÎjx‡Mi nvgjvi ciw`b †_‡K mviv †`‡k we‡¶vf Qwo‡q co‡Z _v‡K| 18 †_‡K 20 RyjvB—GB wZb w`‡b me‡P‡q †ewk nZvnZ nq Ges 89wU AwMœms‡hv‡Mi NUbv N‡U| Gi g‡a¨ ivóªxq †Uwjwfkb wewUwf, †mZz feb I `y‡h©vM e¨e¯’vcbv Awa`߇i nvgjvi NUbv N‡U| eyaevi (24 RyjvB) mKv‡j ivRavbxi ivgcyiv GjvKvq wM‡q †`Lv †M‡Q, `ye©„ˇ`i †`Iqv Av¸‡b ivgcyiv weªR msjMœ cywjk e·wU †hb aŸsmh‡Á cwiYZ n‡q‡Q| †fZ‡i _vKv †Pqvi-‡Uwej, LvZvcÎmn mewKQzB cy‡o QvB n‡q †M‡Q| GgbwK Av‡›`vj‡bi mgq †`Iqv Av¸‡b Aš—Z 10-15wU cywj‡ki †gvUimvB‡Kj, GKvwaK cywjk f¨vb cywo‡q †`Iqv n‡q‡Q| cywjk e·wUi cv‡kB wKQz cywjk m`m¨ e‡m _vK‡jI Zviv AvZ‡¼ Av‡Qb, KLb †hb †f‡O c‡o `vuwo‡q _vKv cywjk e·wU| Rvbv †M‡Q, †KvUv we‡ivax Av‡›`vjbKvix‡`i kvUWvDb Kg©m~wP‡Z AvBbk„•Ljv evwnbxi ¸wj I GKvwaK mvaviY wk¶v_©x g„Zy¨i Le‡i MZ e„n¯úwZevi (18 RyjvB) evsjv‡`k †Uwjwfk‡b (wewUwf) Av¸b †`q Av‡›`vjbKvixiv৷ Av¸b †bfv‡Z wLjMvuI dvqvi †÷kb †_‡K cvwbevnx Mvwo †ei n‡j iv¯—vq MvwowU AvU‡K †`q D‡ËwRZ RbZv| Mvwo‡Z _vKv e¨w³‡`i gviai K‡i MvwowU‡K †÷k‡b wd‡i †h‡Z eva¨ K‡i| G‡Z ivóªvqË GB †UwjwfkbwUi GKvwaK Mvwo, K¨vw›Ubmn wewfbœ Ask cy‡o QvB n‡q hvq| †ejv †cŠ‡b 3Uvq Av¸‡bi m~ÎcvZ n‡jI ivZ 9Uvi w`‡KI Av¸b wbqš¿‡Y Avb‡Z cv‡iwb dvqvi mvwf©m ev †Kv‡bv D×viKvix evnb| d‡j cÖvq 6 NÈviI †ewk mgq a‡i Pjv GB AwMœKv‡Ê aŸsmh‡Á cwiYZ nq †UwjwfkbwU| m‡iRwg‡b wM‡q †`Lv hvq, †hw`‡KB †PvL hvq, †mw`‡KB †hb ïay ZvÛ‡ei ¶ZwPý| ivgcyiv-gvwjevM GjvKvq wM‡qI cywjk e·mn wewfbœ ¯’vcbvq aŸsmh‡Ái †`Lv cvIqv hvq| MZKvj ch©š— gvwjevM †ij‡MU †_‡K Aveyj †nv‡Uj n‡q ivgcyiv ch©š— g~j mo‡K MZ K‡qK w`‡bi Av‡›`vjb I msN‡l©i wewfbœ ¶ZwPý Qwo‡q-wQwU‡q _vK‡Z †`Lv hvq| mo‡Ki cv‡k †Kv_vI Dc‡o †djv †ivW wWfvBWvi, B‡Ui UzKiv BZ¨vw`I c‡o _vK‡Z †`Lv †M‡Q| ivgcyiv GjvKvi wUwf †iv‡Wi evwm›`v †gv. dLi“j Bmjvg e‡jb, †ejv †cŠ‡b 3Uvi w`‡K me©cÖ_g wewUwf‡Z AvµgY ïi“ nq| Gmgq K¨vw›U‡bi mvg‡bi GKwU Mvwo‡Z Av¸b I K¨vw›Ub fvOPzi Kiv nq| G mgq wk¶v_©xiv †KvUv Av‡›`vj‡bi c‡¶ Ges wewfbœ¯’v‡b cywj‡ki ¸wj‡Z Ab¨vb¨ wek¦we`¨vj‡qi wk¶v_©x wbn‡Zi cÖwZev‡` bvbv ai‡bi †¯¬vMvb w`‡Z _v‡K| Gici `‡j `‡j AviI wk¶v_©x Avm‡Z _v‡Kb, G mgq ¯’vbxq wKQz gvbylI wk¶v_©x‡`i m‡½ †hvM †`q| GK ch©v‡q f‡q-AvZ‡¼ †`Š‡o wZwb evmvq P‡j hvb| bvg cÖKv‡k Awb”QzK Av‡iK ¯’vbxq evwm›`v e‡jb, †mw`b ivgcyivq cywjk Qv·`i Ici cÖ_g ¸wj Qz‡o| eª¨vK wek¦we`¨vj‡qi wk¶v_©x‡`i Ici cywj‡ki nvgjv I ¸wji Lei †kvbvi ci B÷-I‡q÷ wek¦we`¨vj‡qi wk¶v_©xiv mo‡K †ei n‡q Avmvi †Póv K‡ib| G mgq ivgcyivq Ae¯’vb Kiv cywjk m`m¨iv Zv‡`i Ici ¸wj Pvjvq Ges †ek K‡qKRb AvnZ nb| GiciB Av‡kcv‡ki ¯’vbxq gvbyl Avi QvÎiv ivgcyivi w`‡K †`Š‡o Av‡m, Gmgq cywj‡ki ¸wj‡Z AviI K‡qKRb AvnZ nb| GK ch©v‡q cy‡iv GjvKv iY‡¶‡Î cwiYZ nq| gvwjevM GjvKvi Av‡iK evwm›`v e‡jb, Av‡›`vj‡b GB GjvKvq wk¶v_©x‡`i m‡½ ¯’vbxq evwm›`v I we‡ivax `‡ji †bZvKg©xiv wQj| †h Kvi‡Y Zv‡`i msL¨v †ewk _vKvq †mw`b cywjk A‡bKUvB †KvYVvmv wQj| ïi“‡Z cywjk ¸wj Ki‡jI GK ch©v‡q Zviv wcQz n‡U Ges wk¶v_©xiv cy‡iv ivgcyiv-gvwjevM GjvKv `Lj †bq| MZ 17 †_‡K 22 RyjvB ch©š— cÖvq 5w`b ivgcyiv GjvKvq †Kvb cywjk ev Ab¨‡Kv‡bv evwnbx XzK‡Z cv‡iwb| gnvLvjx `y‡h©vM e¨e¯’vcbv Awa`߇i wM‡q †`Lv †M‡Q, `ye©„ˇ`i †`Iqv Av¸‡b Awa`߇ii cy‡iv 10 Zjv feb cy‡o †M‡Q| fe‡bi wb‡P †Rbv‡iUi, mvf©vi †÷kbmn m¤ú~Y© †d¬viB Av¸‡b ¶wZMÖ¯— n‡q‡Q| MZ 18 RyjvB gnvLvjx `y‡h©vM e¨e¯’vcbv Awa`߇i fqven AwMœKv‡Êi NUbv N‡U| †ZRMvuI dvqvi †÷kb †_‡K GKwU cvwbevnx Mvwo, GKwU BwÄbevnx Mvwo Ges GKwU A¨v¤^y‡jÝevnx Mvwo iIbv nq| D‡ËwRZ RbZv iv¯—vq e¨vwi‡KW w`‡q MvwowU AvU‡K fvOPzi K‡i| A¨v¤^y‡jÝwU fvOPzi K‡i R¡vwj‡q †`q| G mgq cvuPRb Kg©KZ©v-Kg©Pvix AvnZ nb| Gi ciw`bB (19 RyjvB) †gvnv¤§`cy‡ii mwjgyj¬vn †iv‡Wi GKwU Av¸‡bi NUbvq cvwbevnx I cv¤úUvbv Mvwo `ywU fvOPzi K‡i AwMœms‡hvM Kiv nq| gnvLvjx GjvKvi e¨emvqx AvjgMxi †nv‡mb e‡jb, 18 RyjvB gnvLvjxi AvgZjx †gvo †_‡K exi DËg G‡K L›`Kvi mo‡K Av‡›`vjbKvix GK`j hyeK jvwV‡mvuUv wb‡q GwM‡q Av‡m| Zviv wZZzgxi K‡j‡Ri Av‡M `y‡h©vM e¨e¯’vcbv fe‡bi mvg‡b G‡m BUcvU‡Kj †Qvovi cvkvcvwk mo‡K Ges febwUi cÖ‡ekc‡_i mvg‡b _vKv K‡qKwU Mvwo I †gvUimvB‡Kj fvOPzi K‡i| GK ch©v‡q Mvwo‡Z Av¸b awi‡q †`q| c‡i cv‡k _vKv Mvwo¸‡jv‡Z Av¸b a‡i hvq| Avav NÈv R¡jvi ci Av¸b IB fe‡bI Qwo‡q c‡o| Gw`‡K †KvUv ms¯‹vi Av‡›`vj‡bi gv‡S `ye©„ˇ`i †`Iqv Av¸‡b `y‡h©vM e¨e¯’vcbv Awa`߇ii 500 †KvwU UvKvi †ewk ¶q¶wZ n‡q‡Q e‡j `vwe K‡i‡Q `y‡h©vM e¨e¯’vcbv I ÎvY gš¿Yvjq| ¶q¶wZi cwigvY KZ n‡e Zv Rvb‡Z PvB‡j gš¿Yvj‡qi AwZwi³ mwPe Avãyj Iqv`y` MYgva¨g‡K e‡jb, Av¸‡b fe‡bi Bgv‡R©wÝ Acv‡ikb †m›Uvi cy‡o †M‡Q, †hLvb †_‡K mviv †`‡k ÎvY Kvh©µg cwiPvjbv Kiv nq| †`‡k †h‡Kv‡bv `y‡h©vM n‡j GLvb †_‡K ÎvY ev mnvqZv †`Iqv nq| GQvovI fe‡bi mvg‡b I cvwK©s‡q Awa`߇ii 53wU Mvwo Ges 13wU †gvUimvB‡Kj cywo‡q †`Iqv n‡q‡Q| mewgwj‡q ¶q¶wZ Aš—Z 500 †KvwUi †ewk n‡e| Gw`‡K evsjv‡`k †Uwjwfk‡bi nvgjv I AwMœKv‡Êi NUbvq ¶q¶wZi cwigvY Rvb‡Z Z`š— KwgwU MV‡bi K_v Rvwb‡q‡Qb cÖwZôvbwUi wWwR W. Rvnv½xi Avjg| XvKv †cv÷‡K wZwb e‡jb, ¶q¶wZi cwigvY GLbI wba©viY Kiv hvqwb| Z‡e Avgiv Avk¼v KiwQ Kgc‡¶ 200 †KvwU UvKvi ¶wZ †Zv n‡eB| Zviv wewUwfi †K‡›`ª Av¸b w`‡q‡Q, K¨v‡givmn A‡bKwKQzB cywo‡q w`‡q‡Q| A‡bK hš¿cvwZ jyUcvUI K‡i‡Q| †¯úwmwdK ¶wZi cwigvY †ei Ki‡Z n‡j †Zv Avgv‡K ZvwjKv Ki‡Z n‡e| ZviciI Avwg ¶wZi cwigvYUv wba©viY Ki‡Z cvie bv| wZwb e‡jb, QvÎiv Avgv‡`i 17wU Mvwo cywo‡q‡Q, 9wU Mvwo fvOPzi K‡i‡Q, `yBwU m¤úÖPvi f¨vb cyov‡bv n‡q‡Q| GQvovI Av¸‡b wewìs‡qi ¶q¶wZ n‡q‡Q| mewgwj‡q fqven GKUv nvgjv I AwMœKvÊ wewUwf‡Z n‡q‡Q, †hB cwiw¯’wZ Avgv‡`i c‡¶ Zz‡j aivI KwVb n‡q `vuwo‡q‡Q| যেদিকেই চোখ যায় শুধু তান্ডবের ক্ষত
যেদিকেই চোখ যায় শুধু তান্ডবের ক্ষত

সমাজের কথা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে (১৯ জুলাই) ঢাকাসহ সারাদেশে কারফিউ জারির পাশাপাশি সেনা মোতায়েন করে সরকার।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে  হামলার পরদিন থেকে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে। ১৮ থেকে ২০ জুলাই—এই তিন দিনে সবচেয়ে বেশি হতাহত হয় এবং ৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে হামলার ঘটনা ঘটে।

বুধবার (২৪ জুলাই) সকালে রাজধানীর রামপুরা এলাকায় গিয়ে দেখা গেছে, দুর্বৃত্তদের দেওয়া আগুনে রামপুরা ব্রিজ সংলগ্ন পুলিশ বক্সটি যেন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ভেতরে থাকা চেয়ার-টেবিল, খাতাপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি আন্দোলনের সময় দেওয়া আগুনে অন্তত ১০-১৫টি পুলিশের মোটরসাইকেল, একাধিক পুলিশ ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ বক্সটির পাশেই কিছু পুলিশ সদস্য বসে থাকলেও তারা আতঙ্কে আছেন, কখন যেন ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা পুলিশ বক্সটি।

জানা গেছে, কোটা বিরোধী আন্দোলনকারীদের শাটডাউন কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও একাধিক সাধারণ শিক্ষার্থী মৃত্যুর খবরে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আগুন দেয় আন্দোলনকারীরা৷ আগুন নেভাতে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে পানিবাহী গাড়ি বের হলে রাস্তায় গাড়িটি আটকে দেয় উত্তেজিত জনতা। গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর করে গাড়িটিকে স্টেশনে ফিরে যেতে বাধ্য করে।

এতে রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশনটির একাধিক গাড়ি, ক্যান্টিনসহ বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায়। বেলা পৌনে ৩টায় আগুনের সূত্রপাত হলেও রাত ৯টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস বা কোনো উদ্ধারকারী বাহন। ফলে প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অগ্নিকাণ্ডে ধ্বংসযজ্ঞে পরিণত হয় টেলিভিশনটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, যেদিকেই চোখ যায়, সেদিকেই যেন শুধু তান্ডবের ক্ষতচিহ্ন।

রামপুরা-মালিবাগ এলাকায় গিয়েও পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ধ্বংসযজ্ঞের দেখা পাওয়া যায়। গতকাল পর্যন্ত মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেল হয়ে রামপুরা পর্যন্ত মূল সড়কে গত কয়েক দিনের আন্দোলন ও সংঘর্ষের বিভিন্ন ক্ষতচিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। সড়কের পাশে কোথাও উপড়ে ফেলা রোড ডিভাইডার, ইটের টুকরা ইত্যাদিও পড়ে থাকতে দেখা গেছে।

রামপুরা এলাকার টিভি রোডের বাসিন্দা মো. ফখরুল ইসলাম বলেন, বেলা পৌনে ৩টার দিকে সর্বপ্রথম বিটিভিতে আক্রমণ শুরু হয়। এসময় ক্যান্টিনের সামনের একটি গাড়িতে আগুন ও ক্যান্টিন ভাঙচুর করা হয়। এ সময় শিক্ষার্থীরা কোটা আন্দোলনের পক্ষে এবং বিভিন্নস্থানে পুলিশের গুলিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দিতে থাকে। এরপর দলে দলে আরও শিক্ষার্থী আসতে থাকেন, এ সময় স্থানীয় কিছু মানুষও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। এক পর্যায়ে ভয়ে-আতঙ্কে দৌড়ে তিনি বাসায় চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও গুলির খবর শোনার পর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে বের হয়ে আসার চেষ্টা করেন। এ সময় রামপুরায় অবস্থান করা পুলিশ সদস্যরা গুলি চালালে বেশ কয়েকজন আহত হন। এরপরই আশেপাশের স্থানীয় মানুষ আর ছাত্ররা রামপুরার দিকে দৌড়ে আসে।এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

মালিবাগ এলাকার আরেক বাসিন্দা বলেন, আন্দোলনে এই এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও বিরোধী দলের নেতাকর্মীরা ছিল। যে কারণে তাদের সংখ্যা বেশি থাকায় সেদিন পুলিশ অনেকটাই কোণঠাসা ছিল। শুরুতে পুলিশ গুলি করলেও এক পর্যায়ে তারা পিছু হটে এবং শিক্ষার্থীরা পুরো রামপুরা-মালিবাগ এলাকা দখল নেয়। গত ১৭ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রায় ৫দিন রামপুরা এলাকায় কোন পুলিশ বা অন্যকোনো বাহিনী ঢুকতে পারেনি।

মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গিয়ে দেখা গেছে, দুর্বৃত্তদের দেওয়া আগুনে অধিদপ্তরের পুরো ১০ তলা ভবন পুড়ে গেছে। ভবনের নিচে জেনারেটর, সার্ভার স্টেশনসহ সম্পূর্ণ ফ্লোরই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১৮ জুলাই মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে একটি পানিবাহী গাড়ি, একটি ইঞ্জিনবাহী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্সবাহী গাড়ি রওনা হয়। উত্তেজিত জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়িটি আটকে ভাঙচুর করে। অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে জ্বালিয়ে দেয়। এ সময় পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হন।

এর পরদিনই (১৯ জুলাই) মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি আগুনের ঘটনায় পানিবাহী ও পাম্পটানা গাড়ি দুটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

মহাখালী এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ১৮ জুলাই মহাখালীর আমতলী মোড় থেকে বীর উত্তম একে খন্দকার সড়কে আন্দোলনকারী একদল যুবক লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। তারা তিতুমীর কলেজের আগে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এসে ইটপাটকেল ছোড়ার পাশাপাশি সড়কে এবং ভবনটির প্রবেশপথের সামনে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। এক পর্যায়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পাশে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়। আধা ঘণ্টা জ্বলার পর আগুন ওই ভবনেও ছড়িয়ে পড়ে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনের মাঝে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৫০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে তা জানতে চাইলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, আগুনে ভবনের ইমার্জেন্সি অপারেশন সেন্টার পুড়ে গেছে, যেখান থেকে সারা দেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। দেশে যেকোনো দুর্যোগ হলে এখান থেকে ত্রাণ বা সহায়তা দেওয়া হয়। এছাড়াও ভবনের সামনে ও পার্কিংয়ে অধিদপ্তরের ৫৩টি গাড়ি এবং ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে ক্ষয়ক্ষতি অন্তত ৫০০ কোটির বেশি হবে।

এদিকে বাংলাদেশ টেলিভিশনের হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডিজি ড. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে আমরা আশঙ্কা করছি কমপক্ষে ২০০ কোটি টাকার ক্ষতি তো হবেই। তারা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেককিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। স্পেসিফিক ক্ষতির পরিমাণ বের করতে হলে তো আমাকে তালিকা করতে হবে। তারপরও আমি ক্ষতির পরিমাণটা নির্ধারণ করতে পারব না।
তিনি বলেন, ছাত্ররা আমাদের ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুইটি সম্প্রচার ভ্যান পুড়ানো হয়েছে। এছাড়াও আগুনে বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে ভয়াবহ একটা হামলা ও অগ্নিকাণ্ড বিটিভিতে হয়েছে, যেই পরিস্থিতি আমাদের পক্ষে তুলে ধরাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

 

 

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram