সমাজের কথা ডেস্ক : ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শামীম মোল্লা নামে এক যুবদল নেতা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা গেছেন। তবে পুলিশ বলছে, শামীমের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক পুলিশের উপমহাপরিদর্শক রেজাউল হায়দার বলেন, ‘শামীমকে অচেতন অবস্থায় রাস্তা থেকে তুলে আনেন কয়েকজন। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।