সমাজের কথা ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এই তথ্য জানা যায় আল—জাজিরার এক প্রতিবেদন থেকে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠি হামাস গত মাসের ৭ তারিখে গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছোড়ে। এরপরেই গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৯ হাজারের বেশি মানুষ। অন্তত ২৪ হাজার মানুষ আহত হয়েছে।
আরও পড়তে পারেন : গাজায় সারারাত বোমাবর্ষণ, নিহত ২৭
এই হামলায় শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার মিত্ররা। তবে সাধারণ মার্কিনীরা এই হত্যাযজ্ঞের বিপক্ষে। সংঘাত শুরুর পর থেকেই বিক্ষোভ করে আসছেন মার্কিনিরা।
গত শনিবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভে অংশ নেন লাখো মার্কিনি। তারা স্লোগান দেন, ‘বাইডেন, তুমি লুকাতে পারবে না, গণহত্যার জন্য তুমি দায়ী।‘
প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন ইসরায়েলকে বেসামরিক হত্যা সর্বনিম্ন পর্যায়ে রাখার অনুরোধ করেছে। কিন্তু কোনো চাপ প্রয়োগ করছে না। বরং ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলারেরও বেশি যুদ্ধ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।