চীনকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় বংশোদ্ভূত ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী নিক্কি হ্যালি। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, চীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। নিউ হ্যাম্পশায়ারে হ্যালি বলেছেন, যুক্তরাষ্ট্রকে পরাজিত করার জন্য চীন অর্ধশতাব্দী কাটিয়েছে এবং কিছু ক্ষেত্রে চীনা সামরিক বাহিনী ইতিমধ্যেই মার্কিন সশস্ত্র বাহিনীর সমকক্ষ।
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী নিক্কি আরও বলেছেন, আমাদের রাষ্ট্র টিকে থাকার জন্য শক্তি এবং গর্ব অপরিহার্য, বিশেষ করে কমিউনিস্ট চীনের মুখে। চীন অস্তিত্বগত হুমকি। আমাদের পরাজিত করার জন্য দেশটি অর্ধশতাব্দী কাটিয়েছে।
তিনি বভিযোগ করেছেন, চীন যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং কাজ কেড়ে নিয়েছে। নিক্কি বলেছেন, তারা আমাদের বাণিজ্যের গোপনীয়তা চুরি করেছে। এখন তারা চিকিৎসা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ শিল্প নিয়ন্ত্রণে নিচ্ছে।
ভাষণে নিক্কি বলেছেন, কিছু ক্ষেত্রে চীনের সামরিক বাহিনী ইতিমধ্যে মার্কিন সামরিক বাহিনীর সমকক্ষ। এখন অন্যান্য ক্ষেত্রেও তারা আমাদের পরাজিত করছে। চীনের নেতারা এখন এতটাই আত্মবিশ্বাসী যে তারা আমাদের আকাশে গুপ্তচর বেলুন পাঠাচ্ছে। তবে নিক্কির এসব অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি চীন।