সমাজের কথা ডেস্ক : ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। বেশ কয়েকজন নিহত হয়েছেন এ ঘটনায়। কয়েকজন আহতও হয়েছেন । ২২ নভেম্বর রাতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত ওয়ালমার্ট এর একটি স্টোরে ঘটে এই ঘটনা । বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমস বুধবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে । গোলাগুলির এই ঘটনায় বন্দুকধারী নিজেও নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
রয়টার্স জানায়, ওয়ালমার্টে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং বন্দুকধারী নিজেও প্রাণ হারিয়েছে বলে চেসাপিক সিটি জানিয়েছে। তবে
বন্দুক হামলায় কতজন নিহত ও আহত হয়ে্যেছে তা এখনও স্পষ্ট হয়নি। যদিয় এই ঘটনায় ১০ জনের বেশি মানুষ মারা যায়নি বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া আউটলেট ওয়েভি ।
বন্দুকধারী ওই স্টোরের কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তাও তদন্তকারীরা নিশ্চিত করতে পারেন নি।