ক্ষেতমজুর সমিতির ঐক্য কাউন্সিলে ইকবাল কবির জাহিদ
নিজস্ব প্রতিবেদক : বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, আমরা দেখেছি- বাংলাদেশে যারা যখন ক্ষমতায় থাকেন, তারা বাদশাহ হয়ে যান। আর যারা ক্ষমতার বাইরে থাকেন, তারা রাতারাতি গণতন্ত্রী হয়ে যান। এখন আমরা সেই খেলাই দেখছি।
বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে দেশের দুই কৃষক-ক্ষেতমজুর সংগঠনের ঐক্য সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
২৯-৩০ ডিসেম্বর দুইদিনব্যাপী জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির ঐক্য কাউন্সিলের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক নেতা আব্দুস সাত্তার।
বিকেলে টাউন হল মাঠে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রকাশ্য সমাবেশের উদ্বোধন করেন বর্ষীয়ান কমিউনিস্ট নেতা অধ্যাপক আফসার আলী।
সমাবেশে অন্যান্যের মধ্যে কৃষক নেতা রণজিৎ চট্টোপাধ্যায়, তুষার কান্তি দাস, মোশাররফ হোসেন নান্নু, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, শ্রমিক নেতা শামিম ইমাম, বিপ¬বী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদিকুল ইসলাম সোহেল, নারীনেত্রী সখিনা খাতুন দিপ্তী, যুবমৈত্রী নেতা মঞ্জুরুল আলম, কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান প্রমুখ বক্তৃতা করেন।