নিজস্ব প্রতিবেদক : যশোরের আলোচিত মাদক ব্যবসায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শামীম হোসেনকে (২৮) আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বিনাপোতা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামীম হোসেন যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের সাহাবুদ্দিন মুন্সীর ছেলে।
র্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, শামীম হোসেন যশোরের কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যশোর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১২ সালের এপ্রিল মাসে শামীম হোসেনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ খুলনার বটিয়ঘাটা থানা পুলিশ আটক করে।
ওই ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়ে আসামি তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। এরমধ্যে মামলার বিচারকার্য শেষে আদালত আসামি শামীম হোসেনকে যাবজ্জীবন সাজাসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
শামীম আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলো। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। এরপর শনিবার সকালে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার বিনাপোতা তালতলা এলাকায় অভিযান চালিয়েতাকে আটক করে। আটক আসামিকে যশোর কোতয়ালি থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।