নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড়ে একটি যাত্রীবাহী বাস তলস্নাশি করে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক টহল দল ইয়াবার চালানটি উদ্ধার করে। যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে ভারত থেকে পাচার করে এনে সাতক্ষীরা-ঢাকাগামী একটি পরিবহনে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান ঢাকায় নেওয়া হবে। এমন সংবাদ পেয়ে শার্শার আমড়াখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন অবস্থানে থাকে।
এক পর্যায়ে তামিম নামের (টাঙ্গাইল-মেট্রো জ-১১-০০৪৮) একটি পরিবহন নাভারণের সাতক্ষীরা মোড়ে এলে তাতে অভিযান চালিয়ে একটি সিটের নিচ থেকে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।