নিজস্ব প্রতিবেদক :
জরায়ু মুখ ও স্তন ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদান রেখে চলেছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। এরই ধারাবাহিকতায় দেশসেরা হিসেবে স্তন ক্যান্সার চিকিৎসায় দ্বিতীয় ও জরায়ু-মুখ ক্যান্সারের চিকিৎসায় ৩য় স্থান অর্জন করেছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। এছাড়া জরায়ু-মুখ চিকিৎসায় খুলনা বিভাগের মধ্যে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম হয়েছে।২য় স্থান অর্জন করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৩য় হয়েছে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সব মিলিয়ে যশোর জেলার ৪ টি স্বাস্থ্য প্রতিষ্ঠান এ বিষয়য়ে ৫ টি ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেয়েছে।
এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদান রাখায় প্রথমবারের মতো দুটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন চিকিৎসক সংগঠন তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ১২টার তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন হাসপালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান। সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ।বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সার্জারি বিশেষজ্ঞ ডা. আব্দুর রহিম মড়ল, চক্ষু বিশেষজ্ঞ ডা. হিমাদ্রী শেখর সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ তৌহিদুল ইসলাম, ডা. আনোয়ার হোসেন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. র্মোতোজা, সিনিয়র স্টাফ নার্স তহমিনা বেগম, শাহাজাহ আলী প্রমুখ।
উল্লেখ্য, বুধবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ থেকে ডা. আখতারুজ্জামান এ ন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করেন।