নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য়ের সভাপতিত্বে সভা পরিচালনা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ।
সভা শেষে হাসপাতাল তত্ত্বাবধায়ক বলেন, জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি না থাকায় উন্নত চিকিৎসা দেয়ার ক্ষেত্রে চিকিৎসকদের সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এ সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও হাসপাতালের আউটডোরে ১০ টাকার টিকিট বিক্রিকে কেন্দ্র করে অডিট অপত্তির বিষয়ে আলোচনা হয়েছে। টিকিটের মূল্য হ্রাস, ভর্তি রোগীদের উন্নত মানের খাবার সরবরাহ, হাসপাতালের অভ্যন্তরে অপ্রয়োজনীয় ইজিবাইক-রিকশাসহ হাসপাতালের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহিদুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ, বিএমএ যশোরে জেলার শাখার সভাপতি ডাক্তার কামরুল ইসরাম বেনু, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ, চক্ষবিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রী শেখর সরকার প্রমুখ।