নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারের হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. হারুণ অর রশিদ যোগদান করেছেন। স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক(প্রশাসন) হিসাবে খুলনায় যোগদান করছেন সদ্য বিদায়ী তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে নবাগত ও বিদায়ী তত্ত্বাবধায়ককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকরা।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে ডা. আখতারুজ্জামানকে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) হিসাবে খুলনায় বদলি করা হয়। একই আদেশে ডা. হারুণ অর রশিদকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তত্ত্বাবধায়ক কার্যালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে দায়িত্ব অর্পণ ও গ্রহণ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র চড়্গু বিশেষজ্ঞ ডা. হিমাদ্রী শেখর সরকার, বিএমএ ও স্বাচিপ নেতা ডা. গোলাম মোর্তজা, আবাসিক মেডিকেল অফিসার(প্রশাসন) ডা. আব্দুস সামাদ, এবং আরএমও (হাসপাতাল) আনোয়ার হোসেন, কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. তৌহিদুল ইসলাম, ডা. সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠান শেষে যশোর নাগারিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ বিদায়ী ও নবাগত তত্ত্বাবধায়ককে শুভেচ্ছা জানান।