নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট হকি লিগে গ্রুপ পর্বের শেষ খেলায় জয় পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে যশোর মিতালী সংঘ। ফলে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ফাইনাল খেলতে আজ মাঠে নামবে ইয়থ স্টার ক্লাব ও যশোর মিতালী সংঘ।
রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাজ ক্রীড়া চক্রকে ৫-০ গোলে পরাজিত করে যশোর মিতালী সংঘ। খেলায় বিজয়ী দলের পড়্গে জসিম ২টি, মনি, সাকিব ও মিঠু ১টি করে গোল করেন।
খেলায় যশোর মিতালী সংঘের হয়ে অংশ নেন ইমরান, রনি, হিমেল, সানি, ফজলু, ইউনুস, হিমেল, সাকিব, অ্যানি, মিঠু, জসিম, লিয়াকত, রমজান ও মনি। সাজ ক্রীড়া চক্রের হয়ে অংশ নেন আরশ, আশিক, বিপস্নব, রাজিব, টুটুল, মিলন, মেহেদী, রতন, মো¯ত্মফা, বাবুল, জামান, বাপ্পি, ওয়াহেদ বাবু ও সোহাগ।