নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট হকি লিগে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ইয়থ স্টার ক্লাব। গতকাল সোমবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ফাইনাল খেলায় যশোর মিতালী সংঘকে ২-১ গোলে পরাজিত করে।
খেলায় বিজয়ীদলের পড়্গে শাহিন ও রাফি ১টি করে গোল করেন। বিজিত দলের পড়্গে জসিম উদ্দিন একমাত্র গোলটি করেন। খেলায় ইয়থ স্টার ক্লাবের হয়ে মাঠে নামেন আহাদ, রাজিবুল, সুজন, প্রিন্স, রাহাত, রাফি, শাহিন, রনি, জাহিদ, আজমল ও আসিফ। এছাড়া মিতালী সংঘের হয়ে মাঠে নামেন হাদিউজ্জামান, হাসান, ওবাইদুল ইসলাম, ফজুল, ইউসুফ, সাকিব হাসান, আমিরম্নল ইসলাম, জসিম উদ্দিন, আশিকুজ্জামান, এনামুল করিম ও তালিম হোসেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার হকি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরম্নদ্দোজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোস্যাল ইসলামী ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক মাজহারম্নল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, হকি পরিষদের সম্পাদক মাহমুদ রিবন প্রমুখ।