নিজস্ব প্রতিবেদক : সম্মেলনের প্রায় চারমাস পর কমিটি পেলো যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ। কমিটিতে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসলেও সভাপতি পদে বহাল রয়েছেন আসাদুজামান মিঠু। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এসএম নিয়ামত উল্লাহ। বৃহস্পতিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটিকে আগামি তিন বছরে জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নতুন কমিটির সভাপতি আসাদুজামান মিঠু বিগত কমিটিরও সভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। তবে পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিজ্ঞপ্তিতে। প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দেড়যুগ পর যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি—বার্ষিক সম্মেলন চলতি বছরের ১২ জুলাই অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি হয়নি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কিংবা কমিটি ঘোষণা না করেই চলে যান কেন্দ্রীয় নেতারা। সম্মেলনের প্রায় চার মাস পর যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ পেলো শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের কমিটি। কমিটি কতদিনে পূর্ণাঙ্গ করতে হবে এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, এর আগে ২০০৬ সালে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আসাদুজামান মিঠুকে সভাপতি ও নূরে আলম সিদ্দিকী মিলনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণের পর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে ২০২২ বছরের ২৮ জুন কমিটি ভেঙে দেয়া হয়। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে একই বছরের ৬ সেপ্টেম্বর ত্রি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। ওই সম্মেলন সফল করতে ভেঙে দেয়া কমিটির সভাপতি আসাদুজামান মিঠুকে আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবীরকে যুগ্ম আহবায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে সে সময় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। পরে ২০২৩ সালের ১২ জুলাই অনুষ্ঠিত হয় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি—বার্ষিক সম্মেলন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ বলেন, কেন্দ্রীয় কমিটি জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি দিয়েছে। এজন্য স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন সংগঠনকে শক্তিশালী করে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।